প্রচারণায় ‘জাউয়ার বার্তা’, সফলতায় সবার অংশগ্রহণ
এত সুন্দর, সুশৃঙ্খল ও হৃদয়স্পর্শী মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়া নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
নেই বক্তৃতার জন্য কোনো টানাটানি, নেই স্পিকারের সামনে ঝগড়াঝাঁটি বা অহেতুক উত্তেজনা। মঞ্চে ছবি তোলার জন্য ঠেলাঠেলি নেই, নেই চেয়ার দখল নিয়ে কাড়াকাড়ি কিংবা বিরানির প্যাকেট নিয়ে বিশৃঙ্খলা।
কার আগে কে বক্তব্য রাখবে—এ নিয়ে একবিন্দু প্রতিযোগিতা নেই।
প্রত্যেক বক্তা আলোচনা শুরু করেছেন আল্লাহর প্রশংসা আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ ও সালাম দিয়ে। আলাপের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলো ইসলামের সৌন্দর্য, বিনয়, সম্মান ও শৃঙ্খলার এক অপূর্ব উদাহরণ।
বিশেষ কথা হচ্ছে—এই মাহফিলে অংশগ্রহণকারীরা কেউ কারো ওপর নির্ভর করেননি। নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে, আন্তরিকতার সাথে অংশগ্রহণ করেছেন।
এটাই প্রমাণ করে, মানুষের ইচ্ছা থাকলে ভালো কিছু করা অসম্ভব নয়।
শুরু থেকেই প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছিল জাউয়ার বার্তা কে। আলহামদুলিল্লাহ, আমরা দায়িত্ব পালনের চেষ্টা করেছি আন্তরিকভাবে।
সবার সম্মিলিত প্রচেষ্টাই এই মাহফিলকে করেছে সফল ও ব্যতিক্রমধর্মী।
এই সুন্দর আয়োজনের পেছনে থাকা সকল আয়োজক সদস্য, ভ্রাতৃপ্রতিম শুভাকাঙ্ক্ষী এবং সহযোগীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সবাইকে উত্তম প্রতিদান দিন, কবুল করুন সকল খেদমত।
এই ধারাবাহিকতা বজায় থাকুক, আরও ছড়িয়ে পড়ুক হেদায়াত ও একতা। আল্লাহ আমাদের সবাইকে হক ও শান্তির পথে অটল রাখুন।
আমিন।
সম্পাদক ও প্রকাশক
জুবায়ের আহমদ