২৫ আগস্ট মিজান চৌধুরীর জনসভা সফল করতে চরমহল্লা ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বার্তা ডেস্ক::সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে আগামী ২৫ আগস্ট ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত জননেতা মিজান চৌধুরীর সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার টেটিয়ারচর বাজারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হুশিয়ার আলী মেম্বার এবং সঞ্চালনা করেন আহবায়ক কমিটির সদস্য নুরুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ছাতক উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফারুক আহমদ।
বক্তব্য রাখেন ছাতক উপজেলা বিএনপি আহবায়ক ফরিদ উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য সদস্য আবু সুফিয়ান, এডভোকেট আব্দুল আহাদ, চরমহল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম, মতিন মেম্বার সইদুর রহমান, রমজান আলী, বিএনপি নেতা সোনা মিয়া, কটু, মেম্বার আব্দুল ওয়াহাব আব্দুল হেকিম গিয়াস উদ্দিন, মাসুক মিয়া, সফিক আহমদ, হারুন রশীদ, এংরাজ মিয়া, হামিদ, কামাল উদ্দিন, হানিফ আলী প্রমুখ।
সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। যুবদল থেকে বক্তব্য রাখেন হাজী ইব্রাহিম আলী, মাসুম আহমদ, তাইদুর রহমান, কাইয়ুম, মনির উদ্দিন, সফিক, লোকমান ও সাদি, ফাহিম।
স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফরিদ উদ্দিন ও দুদু মিয়া।
ছাত্রদলের পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি জুনায়েদ আহমদ ইভান, সাবেক সভাপতি আহমদুল হাসান, সাধারণ সম্পাদক হাসনাত সওরভ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, আল আমিন, রাসেল ও ফয়ছল।
সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আমান উল্লাহ।
বক্তারা বলেন, চলমান স্বৈরাচারী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
২৫ আগস্টের সমাবেশ সফল করতে প্রতিটি ওয়ার্ড থেকে মিছিলসহ অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা।