দুর্ঘটনা ও অবৈধ দখল রোধে জাউয়াবাজারে হাইওয়ে পুলিশ বক্স স্থাপন
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের ছাতক উপজেলার প্রাচীনতম বাণিজ্যকেন্দ্র জাউয়াবাজারে সিলেট হাইওয়ে পুলিশের দ্বিতীয় অস্থায়ী ক্যাম্প বা পুলিশ বক্স নির্মাণ করা হচ্ছে। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা রোধ, যাত্রী ও পথচারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং সরকারি সম্পত্তি জবরদখল প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসপি) মো. রেজাউল করিম। এ সময় তাঁকে স্বাগত জানান জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।
এসপি রেজাউল করিম বলেন, সম্প্রতি জেলা ও উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে ৪৭ কিলোমিটারজুড়ে মহাসড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে অনেকেই পুনরায় স্থাপনা গড়ে তোলে। দীর্ঘ এ সড়কে একক থানার পক্ষে নজরদারি করা কঠিন হওয়ায় জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের একটি ক্যাম্প নির্মাণ করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে টিনশেড আকারে অস্থায়ী ক্যাম্প তৈরি হচ্ছে। ভবিষ্যতে ভূমি বরাদ্দ পেলে স্থায়ী ক্যাম্প নির্মাণ করা হবে। বাজার ব্যবস্থাপনা শৃঙ্খলার মধ্যে রাখতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবহন শ্রমিক ও কমিউনিটি পুলিশের সমন্বয়ে গ্রহণযোগ্য কমিটি গঠনের আশ্বাস দেন তিনি।
স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও পরিবহন মালিক-শ্রমিকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ক্যাম্প চালু হলে মহাসড়কে টহল কার্যক্রম জোরদার হবে, দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসবে এবং যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত হবে।