৩১ দফার লিফলেট বিতরণে জেগে উঠলো ছাতক শহর
নিজস্ব প্রতিবেদক, ছাতক:
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে ছাতক শহরে অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবির লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় ছাতক শহরের প্রধান প্রধান সড়ক ও জনবহুল এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, হাজী আব্দুল বারী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান সামছু, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির সদস্য কয়েছ আহমেদ, সদর ইউনিয়নের আহ্বায়ক জাহেদুল ইসলাম আবাব, উত্তর খুরমার আহ্বায়ক আজিজুর রহমান, দক্ষিণ খুরমার প্রতিনিধি শামীম আলম নোমান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হক, কৃষকদলের আহ্বায়ক মনির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, ইসলামপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হাজী আশিদ আলী, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক আহমেদ,
জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন,আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ মাহমুদ মনির, মাহমদ আলী, সাজ্জাদ হোসেন,নোমাস ইমদাদ কানন,
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাকী মুহিত জাউয়া বাজার ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি শোয়েব আহমদসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের নেতৃবৃন্দ।
সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন,
“বিএনপির ৩১ দফা শুধুমাত্র রাজনৈতিক ইশতেহার নয়—এটি গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা। এই কর্মসূচি ছাতকবাসীর মধ্যে নতুন আশা ও প্রেরণা সঞ্চার করেছে।”
তিনি আরও বলেন,
“আমরা চাই, দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাক এই মুক্তির বার্তা। শান্তিপূর্ণভাবে জনগণের মাঝে ৩১ দফা প্রচার করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করতে হবে।”