ছাতকের স্বেচ্ছা সেবক সমাজ কল্যান সংস্থা’র প্রকাশনা উৎসব ২০২৫ অনুষ্ঠিত।
আব্দুর রহমান প্রতিনিধি::জাউয়া বাজার ইউনিয়নের দেবেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক ও সেবামূলক সংগঠন স্বেচ্ছাসেবক সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে প্রকাশনা উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়।
০৯ জানুয়ারি(বৃহস্পতিবার) রাত ৮ ঘটিকায় দেবেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে ক্বারী ইজাজুল হকের কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
মুহাম্মদ সানোয়ারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে হা. শরিফ উদ্দিন এবং শহিদুল্লাহ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জয়নুল হক।
এছাড়াও প্রকাশনা উৎসবে বক্তব্য রাখেন দিলোয়ার আলম,জুনেদ খান,আব্দুর রহমান,সেজান হুসেন,মিলন আহমদ, মাহবুব হাসান, বি এম বিপ্লব,রায়হান আহমদ ছোটন, রাজ উদ্দিন, মাছুম পশ্চিমপাড়া,আব্দুর রউফ, বিলাল হোসেন, সহির আলী,মনোয়ার কাউসার,আহাসান প্রমূখ। সংগীত পরিবেশন করেন মাজহারুল ইসলাম নাছিম। ০৯-০১-২০২৫