1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

ছাতক উপজেলার জাউয়া বাজারে জাউয়া সাহিত্যিক পাড়া নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

ছাতক উপজেলার জাউয়া বাজারে জাউয়া সাহিত্যিক পাড়া নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছাতক প্রতিনিধি::ছাতকের জাউয়া বাজারে ফুটবল প্রেমী যুবকদের উদ্যোগে ৩য় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর আয়োজন করেছে জাউয়া সাহিত্যিক পাড়া যুবসমাজ।

সোমবার (২১ জানুয়ারি) রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫. নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন, এবং উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা আবুল হাসনাত।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাউয়া গ্রামের মুরুব্বি আছলম আলী, মাহমুদ আলী, জাউয়াবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নুর মিয়া, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জুমেন মামন, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শামিম আহমেদ, কোষাধ্যক্ষ সুজন মিয়া, জনপ্রিয় নিউজ পোর্টাল “জাউয়া বাজারের ডাক” এর সম্পাদক মন্ডলীর সভাপতি হেলাল উদ্দিন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন প্রমুখ

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন চেলসি স্পোর্টিং ক্লাব জাউয়া এবং ভাই ভাই স্পোর্টিং ক্লাব বিনন্দপুর। বিজয়ী দল চেলসি স্পোর্টিং ক্লাবকে একটি বাইসাইকেল উপহার দেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি আবুল হাসনাত তার বক্তব্যে বলেন, “যুবসমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে অপসংস্কৃতি ও মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হবে। খেলা যুবসমাজকে সুস্থ ও সংগঠিত রাখে। তাই, আমরা এই ধরনের টুর্নামেন্টের আয়োজন প্রতি বছর করব এবং যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট