1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জের ইজ্জাদুর রহমান জয় করলেন ওয়েলসের সর্বোচ্চ পর্বত স্নোডন – যুক্তরাজ্যের প্রথম মসজিদের চ্যারিটি ফান্ডরেইজ ট্রিপে অংশগ্রহণ

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের ইজ্জাদুর রহমান জয় করলেন ওয়েলসের সর্বোচ্চ পর্বত স্নোডন – যুক্তরাজ্যের প্রথম মসজিদের চ্যারিটি ফান্ডরেইজ ট্রিপে অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিটাপই গ্রামের তরুণ ইজ্জাদুর রহমান সম্প্রতি জয় করেছেন ওয়েলসের সর্বোচ্চ ও যুক্তরাজ্যের দ্বিতীয় উচ্চতম পর্বত স্নোডন (Snowdon)।

এই অভিযান ছিল যুক্তরাজ্যের প্রথম মসজিদ “আব্দুল্লাহ কুইলিয়াম মসজিদ” (Liverpool Muslim Institute)-এর উন্নয়ন ও সংরক্ষণের জন্য আয়োজিত এক চ্যারিটি ফান্ডরেইজিং ট্রিপের অংশ।

প্রায় ১,০৮৫ মিটার (৩,৫৬০ ফুট) উচ্চতার এ পর্বতে ওঠার পথে পাথুরে দুর্গম পথ, কুয়াশা ও তীব্র ঠাণ্ডা উপেক্ষা করে তিনি সফলভাবে ট্রেকিং সম্পন্ন করেন।

ইজ্জাদুর রহমান বলেন, “এটি শুধু ব্যক্তিগত চ্যালেঞ্জ নয়; বরং মুসলিম কমিউনিটির ঐতিহাসিক স্থাপনা রক্ষায় অবদান রাখার সুযোগও ছিল। তরুণ প্রজন্ম স্বপ্ন দেখুক, আর তা বাস্তবায়নে এগিয়ে আসুক।”

তার এই সাফল্যে গর্বিত পিটাপই গ্রামের মানুষ, শান্তিগঞ্জবাসী ও প্রবাসী বাংলাদেশিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও অভিজ্ঞতা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ট্রিপের তারিখ: ৩ আগস্ট ২০২৫
অবস্থান: ওয়েলস, যুক্তরাজ্য

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট