ছাতকে হবিপুর–পুড়ান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ
নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের হবিপুর থেকে পুড়ান সিংচাপইড় পয়েন্ট পর্যন্ত সড়কটির বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
প্রতিদিন এই সড়ক দিয়েই পুড়ান সিংচাপইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে। কিন্তু ভাঙাচোরা ও কাদায় ভরা রাস্তায় তাদের স্কুলে যাওয়া-আসা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। এছাড়া হবিপুর, সরিষাপাড়া, হাসামপুরসহ আশপাশের গ্রামের হাজারো মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে এটি প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
জিয়াপুর গ্রামের মাওলানা আলী আহমদ বলেন,
“এই সড়কের বেহাল দশার কারণে আমরা প্রতিদিন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছি। বিশেষ করে স্কুলপড়ুয়া শিশুদের জন্য এটি সবচেয়ে বেশি কষ্টকর। আমরা চাই জরুরি ভিত্তিতে অন্তত সাময়িক সংস্কারের ব্যবস্থা নেওয়া হোক।”
হবিপুর গ্রামের মাওলানা জুবায়ের আহমদ বলেন,
“এখন আর দেখভালের কেউ নেই। রাস্তাটি অনেক দিন যাবত কোনো সংস্কার হয়নি। মানুষের যাতায়াত সহজ করতে দ্রুত এই সড়কটির সংস্কার করা জরুরি।”
এলাকাবাসীর অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তাদের দাবি, অন্তত সাময়িক সংস্কারের মাধ্যমে হলেও যেন দ্রুত এই সড়কটি মেরামতের ব্যবস্থা করা হয়।