1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ছাতক উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত প্রচারণায় ‘জাউয়ার বার্তা’, সফলতায় সবার অংশগ্রহণ সুনামগঞ্জে খেলাফত মজলিসের তরবিয়তী মজলিসে আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার মায়ের স্ট্রোক, দেড় ঘণ্টা দেরিতে পৌঁছেও পরীক্ষায় অংশ নিতে পারল না মেয়ে ছাতকে বাড়ছে অপসাংবাদিকদের দৌরাত্ম দীর্ঘদিন সিন্ডিকেট করে চালাচ্ছে চোরাচালান ও চাঁদাবাজি জাউয়া বাজারে ঈদ-পরবর্তী সৌহার্দ্যপূর্ণ আড্ডা: উঠেছে গুরুত্বপূর্ণ ভাবনা ও উদ্যোগের কথা ছাতকের চরমহল্লা ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত ছাতকের কিংবদন্তি নেতা মরহুম মাওলানা শফিক উদ্দিন র. এর পুত্র এহসান হাদী’র ওয়ালিমা অনুষ্ঠানে খেলাফত মজলিসের নেতৃবৃন্দের অংশগ্রহণ ছাতকে উপজেলা ছাত্র জমিয়তের ঈদ পুণর্মিলনী

মাত্র দুটি কাজ করলেই ক্যান্সার উধাও! -ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি)

  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

মাত্র দুটি কাজ করলেই ক্যান্সার উধাও!
-ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি)

বার্তা ডেস্ক::ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছেন, ক্যান্সার কোনো মরণব্যাধি নয়, কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে।
তার মতে, মাত্র দুটি উপায় vঅনুসরণ করলেই উধাও হবে ক্যান্সার। উপায়গুলো হচ্ছে:-

১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।

২. এরপর এক গ্লাস গরম পানিতে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম পানি পান করুন। উধাও হয়ে যাবে ক্যান্সার।
মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন- এর একটি গবেষণায় বলা হয়েছে, কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুণ ভাল।

৩. প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যান্সার সেরে যাবে।
চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ গ্রহণ করুন। ক্যান্সার আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।

উল্লেখ্য, ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডা. গুপ্তপ্রসাদ গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন।
সেই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেছেন এই তথ্যটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেয়ার জন্য।
তিনি বলেছেন, “আমি আমার কাজটি করেছি। এখন আপনি শেয়ার করে আপনার কাজটি করুন এবং আশেপাশের মানুষকে ক্যান্সার থেকে রক্ষা করুন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট