1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে উপজেলা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বাপুস সুনামগঞ্জ জেলা শাখার নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিজয়ী হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ সুনামগঞ্জে আসছেন মাদানিয়া কোরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফয়যুল হাসান খাদিমানী আমি যেমন অতীতে ছিলাম, এখনও আছি”— মিজান চৌধুরীর দৃঢ় অঙ্গীকার জিয়া সাইবার ফোর্স সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা: আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, সদস্য সচিব সাইফুল ইসলাম ছাতক জমিয়তের উদ্যোগে চরমহল্লা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ কর্মসূচি সম্পন্ন ছাতকে ওয়াপদা অফিসে ঘুষ বাণিজ্যে জড়িত কর্মকর্তারা! জনভোগান্তি চরমে ছাতকে আঞ্জুমানে তা’লীমুল কুরআনের ফুযালা ও সুধী সমাবেশ সুসম্পন্ন সিলেটে আল্লামা মামুনুল হক (হাফিযাহুল্লাহ) — “আসুন, আমরা সবাই মিলে কোরআনের বাংলাদেশ গড়ি”

ছাতকের সিংচাপইড় ইউনিয়ন ক্রিকেট কাপের ফাইনাল সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

ছাতকের সিংচাপইড় ইউনিয়ন ক্রিকেট কাপের ফাইনাল সম্পন্ন

বার্তা ডেস্ক::ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন ১৪ তম ক্রিকেটকাপ প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারী ২০২৫ রোজ শনিবার দুপুরে ইউনিয়নের কুমারকান্দি গ্রামের পূর্বের মাঠে ঝাঁক-ঝমক আয়োজনে ফাইন্যাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইন্যালে অংশগ্রহণ করে মহদী চ্যালেঞ্জার্স ও আইডিয়াল স্টুডেন্ট ক্রিকেট ক্লাব কুমারকান্দি।
১৬ওভারের খেলায় আইডডিয়াল স্টুডেন্ট ক্রিকেট ক্লাব কুমারকান্দিকে হারিয়ে বিজয় লাভ করে মহদী চ্যালেঞ্জার্স। বিকেলে মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খেলা পরিচালনা কমিটির সভাপতি হাসান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল হোসেনের পরিচানায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিংচাপইড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওদুদ,

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী মেশিনগান সিটির সাবেক কাউন্সিলর কাজী মকসুদ মিয়া,প্রবাসী মুরাদুজ্জামান চৌধুরী,সমাজ সেবক সায়েম আহমদ,ফরহাদ আহমদ গাজী মিল্টন,আজিজুর রহমান আজিজ,ইউপি সদস্য আব্দুল জলিল,সাবেক মেম্বার আছির আলী,একরাম আলী।

এসময় ইউনিয়নে আজাদ রব্বানী,শাহ কামাল তালুকদার,হাবিবুর রহমান,প্রদীপ সুত্রধর, ইউপি সদস্যা রেহেনা বেগম,জুসনা বেগম,সত্তারানী পাল,সিংচাপইড় ইউনিয়ন ক্রিকেট কাপ পরিচালনা কমিটির সাবেক সভাপতি জুবায়ের আহমদ,কবির আহমদ তুরণ মিয়া, আবু বক্কর শাহীন, ইকবাল হোসেন,সহ-সভাপতি সফিকুর রহমান সফিক,তানভীর হাসান,

সাধারন সম্পাদক হাবীবুর রহমান হাবিব,বর্তমান কমিটির সহ সভাপতি তারেক মিয়া,সেবুল আহমদ,সাগঠনিক সম্পাদক সাজাদ নুর,রেদোয়ান আহমদ,শাহীন আহমদ,ছাবের আহমদ, মাহিন,ফাহিম,সিহাব,সালা উদ্দিন,সাকের আহমদ হাবিব, শিপন,বাবুল,জুবায়ের, জাহেদ,সোহাগ,ইমন,কদ্দুছ পারভেজ,সাদিক,এমরান, তুহিন আহমদ,মাজেদ,মোশারফ,আশরাফ,সাব্বির, লায়েছ,মাসুম,জাহাঙ্গীর আলম,মুসাদ্দেক,সেলিম প্রমুখ

এসময় আরো উপস্থিত ছিলেন সমাজসেবক রাজনীতিবিদ ও সিংচাপইড় ইউনিয়ন ক্রিকেট পরিচালনা কমিটির সাবেক বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ ১৪ তম আসরে অংশগ্রহণকারী ১৬ টি টিমের অধিনায়ক,খেলোয়াড় ক্রিকেট ক্রীড়া মোদী দর্শকবৃন্দ উপস্থিতিত ছিলেন।

পরিশেষে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে অতিথিবৃন্দ,খেলা পরিচালক, দক্ষ খেলোয়াড়, চ্যাম্পিয়ান মহদী ও রানার্সআপ কুমারকান্দি টিমের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট