1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

ছাতক দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে একজন বাংলাদেশী নি-হ-ত

  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

ছাতক দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় খাসিয়ার
গুলিতে একজন বাংলাদেশী নি-হ-ত

বার্তা ডেস্ক::দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশীর মৃ-ত্যু হয়েছে। বৃহস্পতিবার(১০ এপ্রিল)দুপুরে দোয়ারাবাজার সীমান্তে এই হ-ত্যা-কা-ণ্ড ঘটে। নিহত কুটই মিয়া (৫৫) দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া(মোকামছড়া)গ্রামের মৃত মনির উল্ল্যাহ’র ছেলে।

জানা যায়,বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজার সীমান্তের ১২৩০ সাবপিলার ২এস-এর পাশ দিয়ে ৬-৭জনের একটি দল সুপারী আনার জন্য ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার মোশাররম থানার লংথ্রাই পুঞ্জি এলাকায় প্রবেশ করে।

দুপুরে সুপারী বস্তায় ভরার সময় খাসিয়ারা তা দেখে গুলি ছুঁড়লে কুটই মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই
নি-হ-ত হন। একই সাথের অন্যান্যরা সীমানা পার হয়ে দেশে চলে আসেন।

বিকালে খবর পেয়ে নিহত কুটই মিয়ার আত্মীয়-স্বজনরা লংথ্রাই পুঞ্জি এলাকায় গিয়ে কুটই মিয়ার মৃতদেহ শনাক্ত করেছেন বলে স্থানীয় একটি সুত্র থেকে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট