1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে উপজেলা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বাপুস সুনামগঞ্জ জেলা শাখার নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিজয়ী হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ সুনামগঞ্জে আসছেন মাদানিয়া কোরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফয়যুল হাসান খাদিমানী আমি যেমন অতীতে ছিলাম, এখনও আছি”— মিজান চৌধুরীর দৃঢ় অঙ্গীকার জিয়া সাইবার ফোর্স সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘোষণা: আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, সদস্য সচিব সাইফুল ইসলাম ছাতক জমিয়তের উদ্যোগে চরমহল্লা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ কর্মসূচি সম্পন্ন ছাতকে ওয়াপদা অফিসে ঘুষ বাণিজ্যে জড়িত কর্মকর্তারা! জনভোগান্তি চরমে ছাতকে আঞ্জুমানে তা’লীমুল কুরআনের ফুযালা ও সুধী সমাবেশ সুসম্পন্ন সিলেটে আল্লামা মামুনুল হক (হাফিযাহুল্লাহ) — “আসুন, আমরা সবাই মিলে কোরআনের বাংলাদেশ গড়ি”

জাউয়া বাজারে ঈদ-পরবর্তী সৌহার্দ্যপূর্ণ আড্ডা: উঠেছে গুরুত্বপূর্ণ ভাবনা ও উদ্যোগের কথা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

জাউয়া বাজারে ঈদ-পরবর্তী সৌহার্দ্যপূর্ণ আড্ডা: উঠেছে গুরুত্বপূর্ণ ভাবনা ও উদ্যোগের কথা

জাউয়া বাজার প্রতিনিধি::সম্প্রতি ঈদ-পরবর্তী এক উন্মুক্ত আড্ডায় জাউয়া বাজারে একত্রিত হন সমমনা ও সমবয়সী একদল তরুণ। অনানুষ্ঠানিক এই বৈঠকটি ছিল হৃদয়ছোঁয়া, চেতনা-জাগানিয়া এবং সম্পর্ক-উন্নয়নমূলক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাউয়া বাজার ও আশপাশের তরুণ সমাজের বিভিন্ন পেশার প্রতিনিধি ও আলেমগণ। বিশেষ প্রয়োজনে কেউ কেউ ছবির পর্বের আগেই চলে গেলেও, আলোচনা এবং ভাবনায় তাঁরা ছিলেন সমভাবে অংশীদার।

আড্ডাটি ছিল আত্মিক যোগাযোগ, চিন্তাভাবনার বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়ার এক উজ্জ্বল উদাহরণ। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা কয়েকটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেন—

আলোচনা থেকে উঠে আসে তিনটি মূল প্রয়োজনে দৃষ্টি দেওয়া জরুরি:

  1. ✅ পারস্পরিক পরিচিতি ও সম্পর্ক উন্নয়ন – ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও বন্ধন সুদৃঢ় করতে হবে, বিশেষ করে প্রজন্মগত ব্যবধান কমিয়ে আনা জরুরি।

  2. ✅ চেতনা ও দায়িত্ববোধ জাগরণ – নিজেদের মধ্যে সচেতনতা, দায়িত্বশীলতা এবং সক্রিয় অংশগ্রহণ বাড়াতে হবে।

  3. ✅ তরুণ আলেমদের ফিকরি মজলিস গঠন – জাউয়া বাজারকে কেন্দ্র করে আলেমসমাজের মাঝে চিন্তাশীল মজলিস ও একটি সুস্থ বুদ্ধিবৃত্তিক পরিবেশ গড়ে তোলা প্রয়োজন।

এই লক্ষ্যে সকলে ভবিষ্যতের জন্য কিছু কার্যকর উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনায় একমত হন। আগামিদিনগুলোতে আরও বড় পরিসরে পরবর্তী বৈঠকের আয়োজন ও প্রস্তাবনা নিয়েও আলোচনা হয়।

🗣️ বৈঠকে উপস্থিত সবাই আন্তরিকতার সঙ্গে অংশ নেন এবং যারা উপস্থিত হতে পারেননি, তাঁদের আগামি কোনো বৈঠকে স্বাগত জানানোর প্রত্যাশা জানানো হয়।

📣 সমাপনী বার্তা:

“আমরা আশাবাদী—এই ছোট্ট আড্ডা থেকে হয়তো বড় কোনো শুভসূচনা হবে। জাউয়া বাজারের ইতিবাচক পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখতে আমরা সবার দোআ, সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ কামনা করছি।”

📌 জাউয়ার বার্তার পক্ষ থেকে এই উদ্যোগের প্রতি অভিনন্দন ও শুভকামনা।
এমন উদ্যোগ যেন ছড়িয়ে পড়ে আরও বিস্তৃত পরিসরে—এই প্রত্যাশাই সকলের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট