1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা ও মিষ্টান্ন অনুষ্ঠান সম্পন্ন ছাতকের জাউয়া বাজার ইউনিয়নে সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর – শান্তিগঞ্জ ) খেলাফত মজলিসের দায়িত্বশীল সমাবেশে শেখ মুশতাক আহমদকে প্রার্থী ঘোষণা। ছাতক -দোয়ারাবাজার সুনামগঞ্জ -৫ আসনে আনুষ্ঠানিক ভাবে মুফতি লুৎফুর রহমান বিননূরীকে জমিয়তের প্রার্থী ঘোষণা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ছাতক উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত প্রচারণায় ‘জাউয়ার বার্তা’, সফলতায় সবার অংশগ্রহণ সুনামগঞ্জে খেলাফত মজলিসের তরবিয়তী মজলিসে আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার মায়ের স্ট্রোক, দেড় ঘণ্টা দেরিতে পৌঁছেও পরীক্ষায় অংশ নিতে পারল না মেয়ে ছাতকে বাড়ছে অপসাংবাদিকদের দৌরাত্ম দীর্ঘদিন সিন্ডিকেট করে চালাচ্ছে চোরাচালান ও চাঁদাবাজি জাউয়া বাজারে ঈদ-পরবর্তী সৌহার্দ্যপূর্ণ আড্ডা: উঠেছে গুরুত্বপূর্ণ ভাবনা ও উদ্যোগের কথা

জাউয়া বাজারে ঈদ-পরবর্তী সৌহার্দ্যপূর্ণ আড্ডা: উঠেছে গুরুত্বপূর্ণ ভাবনা ও উদ্যোগের কথা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

জাউয়া বাজারে ঈদ-পরবর্তী সৌহার্দ্যপূর্ণ আড্ডা: উঠেছে গুরুত্বপূর্ণ ভাবনা ও উদ্যোগের কথা

জাউয়া বাজার প্রতিনিধি::সম্প্রতি ঈদ-পরবর্তী এক উন্মুক্ত আড্ডায় জাউয়া বাজারে একত্রিত হন সমমনা ও সমবয়সী একদল তরুণ। অনানুষ্ঠানিক এই বৈঠকটি ছিল হৃদয়ছোঁয়া, চেতনা-জাগানিয়া এবং সম্পর্ক-উন্নয়নমূলক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাউয়া বাজার ও আশপাশের তরুণ সমাজের বিভিন্ন পেশার প্রতিনিধি ও আলেমগণ। বিশেষ প্রয়োজনে কেউ কেউ ছবির পর্বের আগেই চলে গেলেও, আলোচনা এবং ভাবনায় তাঁরা ছিলেন সমভাবে অংশীদার।

আড্ডাটি ছিল আত্মিক যোগাযোগ, চিন্তাভাবনার বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়ার এক উজ্জ্বল উদাহরণ। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা কয়েকটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেন—

আলোচনা থেকে উঠে আসে তিনটি মূল প্রয়োজনে দৃষ্টি দেওয়া জরুরি:

  1. ✅ পারস্পরিক পরিচিতি ও সম্পর্ক উন্নয়ন – ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও বন্ধন সুদৃঢ় করতে হবে, বিশেষ করে প্রজন্মগত ব্যবধান কমিয়ে আনা জরুরি।

  2. ✅ চেতনা ও দায়িত্ববোধ জাগরণ – নিজেদের মধ্যে সচেতনতা, দায়িত্বশীলতা এবং সক্রিয় অংশগ্রহণ বাড়াতে হবে।

  3. ✅ তরুণ আলেমদের ফিকরি মজলিস গঠন – জাউয়া বাজারকে কেন্দ্র করে আলেমসমাজের মাঝে চিন্তাশীল মজলিস ও একটি সুস্থ বুদ্ধিবৃত্তিক পরিবেশ গড়ে তোলা প্রয়োজন।

এই লক্ষ্যে সকলে ভবিষ্যতের জন্য কিছু কার্যকর উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনায় একমত হন। আগামিদিনগুলোতে আরও বড় পরিসরে পরবর্তী বৈঠকের আয়োজন ও প্রস্তাবনা নিয়েও আলোচনা হয়।

🗣️ বৈঠকে উপস্থিত সবাই আন্তরিকতার সঙ্গে অংশ নেন এবং যারা উপস্থিত হতে পারেননি, তাঁদের আগামি কোনো বৈঠকে স্বাগত জানানোর প্রত্যাশা জানানো হয়।

📣 সমাপনী বার্তা:

“আমরা আশাবাদী—এই ছোট্ট আড্ডা থেকে হয়তো বড় কোনো শুভসূচনা হবে। জাউয়া বাজারের ইতিবাচক পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখতে আমরা সবার দোআ, সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ কামনা করছি।”

📌 জাউয়ার বার্তার পক্ষ থেকে এই উদ্যোগের প্রতি অভিনন্দন ও শুভকামনা।
এমন উদ্যোগ যেন ছড়িয়ে পড়ে আরও বিস্তৃত পরিসরে—এই প্রত্যাশাই সকলের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট