1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

দায়িত্ব মহান রবের পক্ষ থেকে আমানত-আলী হাসান ওসামা হাফি:

  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

দায়িত্ব মহান রবের পক্ষ থেকে আমানত-আলী হাসান ওসামা হাফি:

বার্তা ডেস্ক::দায়িত্ব মহান রবের পক্ষ থেকে আমানত
এর হক আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মতো মুক্ত বিহঙ্গ যারা, তাদের জন্য সব বাইন্ডিং থেকে মুক্ত থাকাই অধিক প্রশান্তিদায়ক।

তবে দ্বীনের প্রয়োজনে বোঝা কাঁধে তুলে নিতে হয় কখনো। দায়িত্বের প্রয়োজনে পদ, পদের অপর নাম আপদ৷ ক্ষুদ্র জীবনে যা কিছু প্রাপ্তি আছে আলহামদুলিল্লাহ,

তাতে নতুন করে কোনো পরিচয় ধারণে নিজের আলাদা কোনো সুবিধা নেই৷ উপরন্তু সাংগঠনিক সম্পৃক্ততা শুরু থেকে বহু ধরনের পরীক্ষায় ফেলেছে, যদিও এতে ন্যূনতম বিচলিত নই। যার জীবন কাটে সমুদ্রের অথৈ জলরাশিতে, শিশিরে তার ভয়ের কী আছে!

তবে বড়দের আদেশ অমান্য করার দুঃসাধ্য নেই। সবমিলিয়ে যে বোঝা এসেছে কাঁধে, প্রাজ্ঞ নেতৃবৃন্দ দিয়েছেন সুধারণার ভিত্তিতে, রব তা যথাযথভাবে পালনের তাওফিক দান করুন। শুরায়ি নেজামে পরিচালিত ক্যাডারভিত্তিক এই গণআন্দোলনমুখী বি প্ল বী সংগঠনকে রব উত্তরোত্তর উন্নতি দান করুন।

গতকাল শুরা অধিবেশনে শপথ গ্রহণের দৃশ্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট