ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা ও মিষ্টান্ন অনুষ্ঠান সম্পন্ন
ছাতকের জাউয়া বাজার ইউনিয়নে
ছাতকের জাউয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে এক সংক্ষিপ্ত মিষ্টান্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক জনাব কামাল উদ্দিন, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুয়েব আহমদ এবং জাউয়া বাজার কলেজ ছাত্রদলের বর্তমান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নেতারা ছাত্রদলের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই দায়িত্ব আরও বলিষ্ঠভাবে পালন করবে বলে আশা করা যায়।
ছাত্রদল নেতৃবৃন্দও অঙ্গীকার করেন, তারা সংগঠনের আদর্শকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবেন।