1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন

ছাতকের জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

ছাতকের জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন

ছাতক প্রতি‌নি‌ধিঃ
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো সুনামগ‌ঞ্জের ছাতকে জাউয়াবাজারে অস্থায়ী হাইওয়ে পুলিশ ক্যাম্প। দীর্ঘদিন ধরে সি‌লেট সুনামগঞ্জ আঞ্চ‌লিক সড়কে মালিক, শ্রমিক ও স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে স্থাপিত হয়েছে পুলিশ ক্যাম্প।

সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়কলস হাইওয়ে থানার অধীনে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজারে
“জাউয়াবাজার হাইওয়ে পুলিশ ক্যাম্পের” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার জনাব মো: রেজাউল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়কলস থানার ইনচার্জ সুমন কুমার চৌধুরী এবং সঞ্চালনা করেন শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট শিশির চন্দ্র দাস।

দীর্ঘদিনের প্রত্যাশিত এই ক্যাম্প চালুর মধ্য দিয়ে সড়ক নিরাপত্তা ও জনস্বার্থে নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন স্থানীয়রা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাউয়াবাজার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিব্বির আহমদ,
সহকা‌রি পু‌লিশ সুপার মির্জা সাইফুদ্দীন, জাউয়া বাজারে জামে মসজিদের মোতাওয়াল্লী এডভোকেট শফিউর রহমান, জাউয়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসবাহুজ্জামান শিলু, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন,
ব‌্যবসা‌য়ি আলমগীর হো‌সেন,ও‌সি আব্দুর র‌শিদ,আবু তা‌হের দে‌ওয়ান,সাইফুর রহমান,হা‌বিবুর রহমান,সঞ্জর চত্রুবতী,শুভ রঞ্জন চাকমা,সো‌য়েব আহমদ,সুনামগঞ্জ জেলা বাসনকার্যকরী প‌রিষদ সভাপ‌তি রোবহান উদ্দিন, সাংবা‌দিক মোশা‌হিদ আলী,নুর মিয়া রাজু, খালেদ মিয়া, ফজল, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি জাউয়ার বার্তার সম্পাদক জুবায়ের আহমদ, সাংবাদিক জুনেদ মিয়া,রহিম মেম্বার,শ্রমিক নেতা সো‌হেল আহমদ,ফয়জুর রহমানসহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম ব্যস্ত সড়ক জাউয়াবাজার মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। নতুন ক্যাম্প চালুর ফলে যানবাহন নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ, চাঁদাবাজি ও ডাকাতি দমনে কার্যকর ভূমিকা রাখবে হাইওয়ে পুলিশ। এতে যাত্রীদের নিরাপদ যাতায়াতও নিশ্চিত হবে।

তাঁরা আরও জানান, পুলিশি টহল জোরদার হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। এতে শুধু চালকরাই নয়, সাধারণ যাত্রীরাও নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন। স্থানীয় ব্যবসায়ী মহল মনে করছেন, নিরাপদ সড়ক পরিবেশ এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

উদ্বোধন শেষে বিশেষ দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।
দোয়া পরিচালনা করেন জাউয়াবাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সাঈদ আহমেদ।
এতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ক্যাম্প নির্মাণে এলাকার প্রবাসী ও বিত্তবানদের উদ্যোগে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করা হয়েছে।
স্থানীয়রা আনন্দ প্রকাশ করে জানান, বহু প্রত্যাশিত এ হাইওয়ে পুলিশ ক্যাম্প উদ্বোধনের ফলে জননিরাপত্তা যেমন বৃদ্ধি পাবে, তেমনি সড়ক দুর্ঘটনার ঝুঁকিও অনেকটা হ্রাস পাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট