ছাতকে খেলাফত মজলিসের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রতিবেদন:
সুনামগঞ্জের ছাতকে কেন্দ্র ঘোষিত খেলাফত মজলিসের ৬ দফা দাবিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল হান্নান। প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আবদুল কাদির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আকিক হোসাইন, অ্যাডভোকেট ফজর আলী, হাফেজ কামরুল ইসলাম, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মইনুল হক, মাওলানা জহির আহমদসহ জেলা, উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে জুলাই জাতীয় সনদ ঘোষণা ও এর আইনী ভিত্তি প্রদান, সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, আওয়ামী ফ্যাসিবাদ ও দোসরদের অপরাধের বিচার, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়।