1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন

ছাতকে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার বাহিনীর উপ-মহাপরিচালক জিয়াউল হাসান

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

ছাতকে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার বাহিনীর উপ-মহাপরিচালক জিয়াউল হাসান

সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান। সোমবার বিকেলে তিনি শহরের রেলওয়ে কলোনিস্থ মহামায়া পূজামণ্ডপ, শিববাড়ি পূজামণ্ডপ ও কালিবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম এবং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল কাদির।

উপ-মহাপরিচালক জিয়াউল হাসান মণ্ডপ কমিটির নেতাদের কাছে জানতে চান, পূজা উপলক্ষে কোনো সমস্যা বা আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা আছে কিনা। জবাবে নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশেই এবারের পূজা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা হচ্ছে সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। সবাই মিলেমিশে আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করলেই প্রকৃত অর্থে এর সার্থকতা আসবে।”

সুনামগঞ্জ জেলায় এ বছর মোট ৪২৬টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছেন প্রায় ২ হাজার ৬৫২ জন আনসার ভিডিপি সদস্য। সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থেকে তারা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

উপ-মহাপরিচালক জিয়াউল হাসান দায়িত্বশীলতার সঙ্গে ডিউটি পালনের জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট